হামলার ঘটনা অর্থনীতিতে প্রভাব ফেলবে না : অর্থমন্ত্রী

গুলশান ও কিশোরগঞ্জের হামলার ঘটনা দেশের অর্থনীতি ও বিনিয়োগে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
গত ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সশস্ত্র জঙ্গিরা হামলা চালায়। হামলা প্রতিরোধ করতে গিয়ে প্রথম পদক্ষেপেই নিহত হন পুলিশের দুই কর্মকর্তা এবং আহত হন অর্ধশতাধিক। জঙ্গিরা রেস্তোরাঁয় থাকা ২০ দেশি-বিদেশি নাগরিককে হত্যা করে। পরদিন পুলিশের উদ্ধার অভিযানের সময় ছয় হামলাকারী নিহত হয়। এ ঘটনার দায় মধ্যপ্রাচ্যের তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে বলে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্ট।
এ হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই ঈদের দিন দেশের সর্ববৃহৎ ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ মাঠের অদূরে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য ও এক হিন্দু গৃহবধূ নিহত হন। এ সময় এক জঙ্গিও মারা যায়।
গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় দেশবাসীর আতঙ্কের মধ্যেই আজ অর্থমন্ত্রী এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ও দেশ জঙ্গিবাদের বিরুদ্ধে। সরকার এই সমস্যা সমাধানে এবং মানুষের জীবন বাঁচাতে তৎপর। সরকারের এই পদক্ষেপকে আমি স্বাগত জানাই। আমার ধারণা, এ কারণে আমাদের দেশের অর্থনীতি ও বিনিয়োগে কোনো প্রবাব পড়বে না।’