ভারতের শিলিগুঁড়িতে ৩ দিনব্যাপী চতুর্দেশীয় মেলা শুরু

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির সিদ্ধি ভিনায়েক গ্রাউন্ড মাঠে শুরু হওয়া তিনদিনব্যাপী বিবিআইএন এক্সপোর উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। ছবি : এনটিভি
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির সিদ্ধি ভিনায়েক গ্রাউন্ড মাঠে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী বিবিআইএন (চতুর্দেশীয়-বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল) এক্সপো ২০১৬।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) এবং ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) এই মেলার আয়োজন করেছে। দুপুরে এফবিসিসিআইয়ের সভাপতি ও নিটল টাটা গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন।
এ সময় বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে শতাধিক স্টল অংশ নিয়েছে। মেলা চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।