এশিয়ায় শীর্ষে বাংলাদেশের বিজ্ঞাপন

জুন মাসে এশিয়ায় সবচেয়ে বেশি শেয়ার হওয়া বিজ্ঞাপন মনোনীত হয়েছে নর বাংলাদেশের ‘রমজানের মর্ম’ বিজ্ঞাপনটি। এটি নির্মাণ করেছেন বাংলাদেশি নির্মাতা রেদওয়ান রনি।
গত মাসে সামাজিক মাধ্যমে বিজ্ঞাপনটি পাঁচ লাখ ৬৮ হাজার ৮৮২ বার শেয়ার করা হয়েছে। এ খবর জানিয়েছে বিজ্ঞাপনবিষয়ক ওয়েবসাইট এশিয়া প্যাসিফিক ক্যাম্পেইন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপন পর্যবেক্ষণ করে থাকে ব্রিটিশ সংস্থা আনরুলি। তারাই এ তালিকা তৈরি করেছে।
বিজ্ঞাপনটির নির্মাতা রেদওয়ান রনি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে রানআউট ফিল্মস, অ্যাডকম লিমিটেড এবং ইউনিলিভার বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ছবি মুক্তির পর হঠাৎ বিজ্ঞাপন নির্মাণ শুরু করেছি। শুরুর দিকে এ রকম খবরে আমি উৎসাহিত।’
বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে রয়েছেন অভিনেত্রী আয়শা মনিকা, দিলশানসহ অনেকে। রমজানে নর ও পিউরইটের আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষকে ঢাকায় ইফতার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করার খবর জানাতে এটি তৈরি হয়।
বিজ্ঞাপনটির গল্পে দেখা যায়, শিশুসন্তান প্রথমবারের মতো রোজা রাখায় মা বেশ উচ্ছ্বসিত। ছেলের জন্য নানারকম ইফতার কিনে রিকশায় করে বাসায় ফিরছিলেন ছেলেকে নিয়ে। কিন্তু যে রিকশায় উঠেছেন, সেই বৃদ্ধ রিকশাওয়ালা ধীরে রিকশা চালাচ্ছিলেন। এ সময় বিরক্ত হয়ে কারণ জানতে চান মা। বৃদ্ধ রিকশাওয়ালা উত্তর দেন তিনি রোজা রেখে রিকশা চালাচ্ছেন, তাই ক্লান্ত হয়ে পড়েছেন। বিজ্ঞাপনচিত্রটির শেষে দেখা যায়, সেই বৃদ্ধ রিকশাওয়ালার জন্য ইফতার নিয়ে এসেছে প্রথমবারের মতো রোজা রাখা শিশুটি।