পানি সরবরাহে ২২০০ কোটি টাকা দিচ্ছে এডিবি

রাজধানীবাসীকে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে ২৭ কোটি ৫০ লাখ (২৭৫ মিলিয়ন) ডলার দেবে দেশের অন্যতম উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যা বাংলাদেশ মুদ্রায় দাঁড়ায় দুই হাজার ২০০ কোটি টাকা।
এ লক্ষ্যে বাংলাদেশ সরকার এবং এডিবি মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ প্রকল্প বাস্তবায়নে এই অর্থ সহায়তা দিচ্ছে এডিবি।
আজ রোববার রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেসবাহ উদ্দিন এবং এডিবি কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ ছাড়া ঢাকা ওয়াসার পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাসকিম এ খান এবং এডিবি কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ইআরডি জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেসবাহ উদ্দিন বলেন, ৪০ কোটি ৮০ লাখ ডলার ব্যয়ে ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ বাস্তবায়ন করা হবে। আজকের এই চুক্তির আওতায় সহজ শর্তের ঋণ ২৭ কোটি ৫০ লাখ ডলার দেবে এডিবি। এই ঋণ পাঁচ বছরের রেয়াতি মেয়াদসহ ২০ বছরে পরিশোধযোগ্য এবং ঋণের সুদের হার লন্ডন ইন্টার ব্যাংক অফারেটভিত্তিক।
জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেসবাহ উদ্দিন আরো বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে মেঘনা নদী থেকে পানি এনে তা বিশুদ্ধ করে ঢাকা মহানগরীতে সরবরাহ করা হবে। এতে ঢাকা নগরীতে পানিবাহিত রোগ-বালাই কমে আসবে।
এ ছাড়া ঢাকা ওয়াসার সাতটি জোনে পানি সরবরাহ নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং ৮২টি নতুন ডিস্ট্রিক্ট মিটারিং এরিয়া প্রতিষ্ঠা করা হবে জানান মেসবাহ উদ্দিন।
ঢাকা মহানগরীর বাসিন্দাদের পানি সরবরাহ ব্যবস্থায় উন্নয়নে ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ প্রকল্পটি ২০১৬ সালের ২৪ মে অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটি।
এপ্রিল ২০১৬ থেকে অক্টোবর ২০২১ মেয়াদকালে প্রকল্পটি বাস্তবায়িত হবে।