বিকেএমইএর সঙ্গে সিয়েরা লিয়নের প্রতিনিধিদের মতবিনিময়

নিটওয়্যার শিল্প পরিদর্শনে আসা সিয়েরা লিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ নিটওয়্যার তৈরি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের (বিকেএমইএ) প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় প্রেসক্লাব ভবনে বিকেএমইএর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিকেএমইএর সহসভাপতি মনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিয়েরা লিয়নের বাংলাদেশের কনসাল জেনারেল অনু জায়গিরদার, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিটের পরিচালক আবদুল কামারা, সেন্ট্রাল ব্যাংকের অর্থনৈতিক উন্নয়ন বিভাগের প্রধান ইসথার জনসন, সেন্ট্রাল ব্যাংকের গবেষণা বিভাগের সহকারী পরিচালক মরলাই বাংগুরা, বিকেএমইএর সহসভাপতি জি এম ফারুক এবং পরিচালক মুর্শেদ সারোয়ার।
বিকেএমইএর প্রতিনিধিরা পোশাকজাত পণ্যের মান ও মূল্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগের আহ্বান জানান।
এ সময় সিয়েরা লিয়নের প্রতিনিধিরা বিনিয়োগসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরে সিয়েরা লিয়নের প্রতিনিধিদল বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বিভিন্ন নিটওয়্যার পোশাক কারখানা পরিদর্শন করেন।