পাট কিনতে ২৬০ কোটি টাকা পাচ্ছে বিজেএমসি

কাঁচা পাট কিনতে সরকারের কাছ থেকে ২৬০ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। সংস্থাটির আওতাভুক্ত পাটকলগুলো সচল রাখতে এ অর্থ ঋণ আকারে দেওয়ার সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
আগামী এক সপ্তাহের মধ্যে ছাড় করা অর্থ হাতে পাবে বিজেএমসি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কাঁচা পাট কেনার জন্য সরকারের পক্ষ থেকে এ ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। বিজেএমসি অন্য কোনো কাজে এ ঋণের অর্থ ব্যয় করতে পারবে না।
অর্থ মন্ত্রণালয়ের অর্থছাড় করা বিষয়ক চিঠিতে বলা হয়েছে, বিজেএমসির অধীনে পরিচালিত পাটকলের জন্য কাঁচা পাট কিনতে ২৬০ কোটি টাকা চলতি অর্থবছরের (২০১৬-১৭) বাজেটে অর্থ বিভাগের ‘অনুন্নয়ন খাতে নগদ ঋণ’ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান অনুসরণ করতে হবে। বিধিবহির্ভূতভাবে কোনো অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে। এমনকি অর্থ সুনির্দিষ্ট ব্যাংকের অ্যাকাউন্ট-পে চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে। অর্থ ব্যয়ের বিস্তারিত হিসাব আগামী তিন মাসের মধ্যে অর্থ বিভাগে পাঠাতে হবে।
চিঠিতে বলা হয়েছে, ছাড় করা অর্থ বিজেএমসির অনুকূলে সরকারি ঋণ হিসেবে গণ্য হবে, যা আগামী পাঁচ বছর ৫ শতাংশ সুদে মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। এ বিষয়ে অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসির একটি চুক্তিও সই হবে।
আর্থিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বিজেএমসি ও অর্থ বিভাগের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে বর্ণিত শর্ত যথাযথ প্রতিপালনের নির্দেশও দেওয়া হয়েছে চিঠিতে।
বর্তমানে বিজেএমসির অধীনে তিনটি নন-জুট প্রতিষ্ঠানসহ ২৬টি পাটকল আছে। এর মধ্যে ঢাকা অঞ্চলে সাতটি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি ও খুলনা অঞ্চলে নয়টি পাটকল রয়েছে।