জেসিআই ঢাকা এচিভারস-এর কর্মশালা অনুষ্ঠিত

আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে নেতৃত্বে দক্ষতা বৃদ্ধি ও কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে নেতৃত্ব প্রণয়ণের লক্ষ্যে ‘লিডিং ইন এ ফাস্ট চেনজিং ওয়ার্ল্ড’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এই কর্মশালা হয় গত ৫ আগস্ট।
জেসিআই বাংলাদেশের সদস্যরা এবং বিভিন্ন তরুণ করপোরেট পেশাদার কর্মশালায় অংশ নেন। জেসিআই ঢাকা এচিভারস আয়োজিত কর্মশালায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফিউচার লিডারসের লিড কনসালটেন্ট ও সিইও কাজী এম আহমেদ। পুরো কর্মশালাটি পরিচালনাও করেন তিনি।
কাজী এম আহমেদ বাংলাদেশের একজন স্বনামধন্য লিডারশিপ ট্রেইনার। দিনব্যাপী কর্মশালায় আরো উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য গোলাম সামদানি ফকির, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী, রোটারি ইন্টারন্যাশনালের জেলা গভর্নর ইলেক্ট-৩২৮১ ও অতিরিক্ত কর কমিশনার এফ এইচ আরিফ।
কর্মশালায় অংশ নেওয়া বক্তারা তাঁদের নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেছেন। কর্মশালার সার্বিক দায়িত্বে ছিলেন জেসিআই ঢাকা এচিভারসের লোকাল প্রেসিডেন্টসহ অন্য সদস্যরা। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।
সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন মামুন, ন্যাশনাল কোষাধ্যক্ষ ইরফান ইসলাম, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট রুমানা চৌধুরী, আইপিএনপি এম নজরুল ইসলাম, ন্যাশনাল ফাইন্যান্স কমিটির চেয়ার ফায়াজ আতিকুল ইসলাম, ন্যাশনাল পরিচালক মীর শহিদ আলী ও অন্য সদস্যরা।
জেসিআই ঢাকা এচিভারস, জেসিআই বাংলাদেশের একটি অঙ্গপ্রতিষ্ঠান। সার্বিক সামাজিক অবস্থা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে জেসিআই বাংলাদেশ যে লক্ষ্য স্থির করেছে, তাতে সহায়তা প্রদান ও সমাজে ইতিবাচক অবদান রাখাই জেসিআই ঢাকা এচিভারসের মূল লক্ষ্য।