আশুলিয়ায় ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/04/23/photo-1429786404.jpg)
সাভারের আশুলিয়ার জামগড়ায় ব্র্যাক ব্যাংকের নতুন শাখা চালু করা হয়েছে। গত ২১ এপ্রিল ব্যাংকটির পরিচালক শিবনারায়ণ কৈরী প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান ও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিবনারায়ণ কৈরী বলেন, ‘ব্র্যাক পরিবারের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক আরো মানুষের কাছে পৌঁছানোর জন্য ও নেটওয়ার্ক বাড়াতে সব সময় কাজ করে। শাখাটি উদ্বোধনের ফলে এই এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান ও গ্রাহকরা সেবা পাবেন।’ ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষের কাছে এ সেবা পৌঁছে দেওয়ার জন্য ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে করেন তিনি।
সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘এখন আশুলিয়ার গ্রাহকরা অনলাইনে ব্যাংকিং সেবা পাবেন।’
আশুলিয়ার জামগড়ার আব্বাস শপিং কমপ্লেক্সে নতুন শাখাটি উদ্বোধনের সময় স্থানীয় অনেক ব্যবসায়ী ও গ্রাহক উপস্থিত ছিলেন।