ফোর জি পরীক্ষা পরিচালনা করেছে রবি

দেশে ফোর জি প্রযুক্তির সফল পরীক্ষা পরিচালনা করেছে বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। আজ রোববার রাজধানীর গুলশানে রবির ‘কাস্টমার এক্সপেরিয়েন্স সেন্টারে’ দ্রুতগতির লং টার্ম ইভালুয়েশন (এলটিই) নামে প্রযুক্তিটির পরীক্ষা পরিচালিত হয়েছে।
পরীক্ষায় রবিকে কারিগরি সহায়তা দিয়েছে হুয়াওয়ে টেকনোলজিস। রবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলাকালে ডাউনলোড স্পিড ছিল ৭১ দশমিক ২৬ এমবিপিএস এবং পরীক্ষার জন্য হুয়াওয়ে পি৯ প্লাস হ্যান্ডসেটটি ব্যবহার করা হয়েছে।
এ সময় রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহে, চিফ টেকনোলজি অফিসার এ কে এম মোর্শেদ, চিফ ফিন্যানশিয়াল অফিসার ইয়াপ ওয়াই ইপ, চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, অ্যাকসেস নেটওয়ার্ক ইমপ্লিমেন্টেশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রুবাইয়াৎ আকরাম এবং হুয়াওয়ে টেকনোলজি বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার ঝাও হাওফু ও অ্যাকাউন্ট ডিরেক্টর নি কাই উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোর জির সফল পরীক্ষা শেষে রবির চিফ টেকনোলজি অফিসার এ কে এম মোর্শেদ বলেন, “ফোরজিকে ডিজিটাল জীবনধারার অন্যতম অনুষঙ্গ হিসেবে দেখা হয়। আমাদের সমাজে ডিজিটাল জীবনধারার বিস্তারের সঙ্গে সঙ্গে ইন্টারনেটের স্পিডের চাহিদাও বাড়ছে। এই সফল পরীক্ষার মাধ্যমে আমরা গ্রাহকদের জানান দিচ্ছি যে, ফোর জির গতিতে আপনাদের আপন শক্তিতে জ্বলে ওঠার সুযোগ করে দেওয়ার জন্য প্রস্তুত রবি। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এ পদক্ষেপ একটি মাইলফলক হয়ে থাকবে।’
হুয়াওয়ের সিইও ঝাউ হাওফু বলেন, ‘এলটিই সম্ভাবনার এক নতুন দিগন্ত এবং বাংলাদেশে সফলভাবে এ প্রযুক্তি পরিচালনার জন্য মোবাইল ফোন অপারেটরদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হুয়াওয়ে। রবির সঙ্গে এলটিই প্রযুক্তি পরীক্ষার সময় ৭০ এমবিপিএসের বেশি স্পিড দেখে আমরা অভিভূত। আমরা বিশ্বাস করি, এলটিইর মাধ্যমে রবি সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আরো জোরালো ভূমিকা রাখতে পারবে। রবির অন্যতম ব্যবসায়িক সহযোগী হিসেবে অপারেটরটির এ লক্ষ্য বাস্তবায়ন এবং এর গ্রাহকদের জন্য ফোর জি নেটওয়ার্কে আকর্ষণীয় স্পিড উপভোগের সুযোগ আনবে হুয়াওয়ে।’