আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্প অনুমোদন

ভারতের সহায়তায় বাংলাদেশ অংশে আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেললাইন নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৭৭ কোটি টাকা।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
রাজধানীর শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসির) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের ব্রিফিং করেন।
পরিকল্পনামন্ত্রী জানান, আজকের একনেক সভায় এক হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে মোট ছয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে আখাউড়া-আগরতলা রেল সংযোগ নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৭৭ কোটি টাকা। প্রকল্পটিতে ভারতের সহায়তা হিসেবে ধরা হয়েছে ৪২০ কোটি টাকা।
এ ছাড়া রাজধানীর শেরে বাংলানগরে ৫৭ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্ম-কমিশন সচিবালয় কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে আজকের একনেক সভায়।
অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ২৭২ কোটি টাকা ব্যয়ে ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতাদূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প।