গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প খাতকে অগ্রাধিকারের প্রতিশ্রুতি

ভবিষ্যতে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প খাতকে অগ্রাধিকার খাতের আওতাভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু। এ শিল্পে নগদ সহায়তা দেওয়ার বিষয়ে অর্থমন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার রাজধানীতে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) আয়োজিত এক সেমিনারে শিল্পমন্ত্রী এ প্রতিশ্রুতি দেন। পরিবেশবান্ধব অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য উৎপাদন শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।
শিল্পমন্ত্রী বলেন, রপ্তানি প্রবৃদ্ধির পাশাপাশি আমদানি বিকল্প পণ্য উৎপাদন এবং উৎপাদিত পণ্যের মূল্য সংযোজনে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। আর এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় বিজিএপিএমইএ ইন্সপায়ার্ড নামে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় এই শিল্পের জন্য একটি টেস্টিং ল্যাবরেটরি স্থাপনের কাজ চলছে বলেও জানান তিনি।