ক্ষতিপূরণের ৫৬ লাখ টাকা কোষাগারে জমা দিল ১৫৪ ট্যানারি

রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি না সরানোয় ক্ষতিপূরণ হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে ৫৬ লাখ টাকা জমা দিয়েছে ১৫৪টি প্রতিষ্ঠান। গত ১১ থেকে ১৬ আগস্ট পর্যন্ত ক্ষতিপূরণের এই অর্থ জমা দেওয়া হয়।
আজ সোমবার শিল্প সচিব মোশাররফ হোসেন ভূইয়া এসব তথ্য হাইকোর্টে দাখিল করেন।
হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে না নেওয়ায় পরিবেশের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে ২৫৪টি ট্যানারির মালিককে প্রত্যেকদিন ১০ হাজার টাকা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।
গত ১৬ জুন ১৫৪ ট্যানারির মালিককে সাভারের চামড়াশিল্প নগরীতে স্থানান্তর হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন ট্যানারি মালিকরা। এরপর ১৮ জুলাই আপিলের রায়ে জরিমানার পরিমাণ কমিয়ে প্রতিদিন ১০ হাজার টাকা নির্ধারণ করে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ট্যানারিগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে আদালতের জিজ্ঞাসার জবাবে ১৫৫ ট্যানারির তালিকা ১৬ জুন আদালতে দাখিল করে শিল্প মন্ত্রণালয়। এর মধ্যে কেবল রিলায়েন্স ট্যানারি লিমিটেড ইউনিট-২ নামের একটি প্রতিষ্ঠান সাভারে স্থানান্তর করা হয়েছে বলে জানান শিল্পসচিব। বাকি ১৫৪টি ট্যানারি স্থানান্তরিত হয়নি।