সারা দেশে ৮২৯টি পুকুর খননে প্রকল্প অনুমোদন

পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
সারা দেশে ৮২৯টি পুকুর খননের জন্য প্রায় পৌনে ৪০০ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত একনেকের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া ৯৮৭ কোটি টাকা ব্যয়ের পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় এই বৈঠকে। পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করবে। এ ছাড়া মুন্সীগঞ্জে ৪০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণ এবং পুনর্বাসনের জন্য ২৮৩ কোটি টাকার প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা সেনানিবাসে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে ডিজিএফআইয়ের অফিসার্স মেস ও বাসস্থান নির্মাণের জন্য একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় একনেকে।