বন্যার্তদের জন্য প্রাণ-এর ‘ওয়াকাথন’

বন্যাকবলিত মানুষের মাঝে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে প্রাণ ড্রিংকিং ওয়াটারের আয়োজনে সম্পন্ন হয়েছে ‘ওয়াকাথন’ প্রতিযোগিতা। গতকাল শুক্রবার সকালে রাজধানীর পূর্বাচল এক্সপ্রেস হাইওয়েতে (৩০০ ফুট) পাঁচ কিলোমিটারব্যাপী এ হাঁটা প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রাণ ড্রিংকিং ওয়াটারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ও জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন, প্রাণ বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আনিসুর রহমান, বিপণন প্রধান আতিকুর রহমান ও সহকারী ব্র্যান্ড ম্যানেজার আবদুল্লাহ আল জুবায়েরসহ প্রায় দুই হাজারজন অংশগ্রহণ করেছেন।
এ সময় মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘প্রাণ ড্রিংকিং ওয়াটার একটি শুভ উদ্যোগ নিয়েছে।’ তিনি সবাইকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রাণ বেভারেজ লিমিটেডের বিপণন প্রধান আতিকুর রহমান জানান, ‘বিশুদ্ধ পানির অভাবে বন্যাদুর্গত জেলাগুলোর মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। তাদের মাঝে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’