আড়ং ডেইরির ‘শাহি নবাব’ প্রতিযোগিতা

ফেসবুকে চাইলে হয়ে উঠতে পারেন একদিনের শাহি নবাব! শুধু নবাব হওয়াই নয়, পাওয়া যাবে তারকা হোটেলে শাহি ভোজও! আর এসব সম্ভব হবে আড়ং ডেইরি বোরহানির ছবি সংবলিত বিশেষ ফেসবুক প্রোফাইল ছবি পরিবর্তনের মাধ্যমে।
শাহি খাবারের পাশাপাশি আড়ং ডেইরি শাহির স্বাস্থ্যসম্মত বোরহানি নিয়ে বিশেষ এ প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবেন। শুধু প্রোফাইল পরিবর্তনই নয়, শাহি নবাবের ছবি পাজল গেম দ্রুত মিলিয়েও পাওয়া যাবে পুরস্কার।
প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে http://app.aarongdairy.net ঠিকানায় গিয়ে নিজের প্রোফাইলে যুক্ত করতে হবে শাহি নবাবের ছবি। যে ছবি যত বেশি লাইক এবং শেয়ার হবে তত বেশি শাহি ভোজের সুযোগ মিলবে। ফেসবুকে শেয়ারের সময় #AarongShahiBorhani হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।