স্বপ্নের ‘উৎসের সন্ধানে’

দেশের অন্যতম প্রধান রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’, যার ৬৫ ভাগের বেশি শাকসবজি, মাছ ও ফল নিজস্ব তত্ত্বাবধানে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এর মাধ্যমে একদিকে কৃষকরা মধ্যস্বত্ব ভোগীদের এড়িয়ে ন্যায্যমূল্যে সরাসরি স্বপ্নতে পণ্য সরবরাহ করতে পারছে; অন্যদিকে ক্রেতারা বুঝে পাচ্ছে সরাসরি উৎস থেকে আসা টাটকা পণ্য ন্যায্যমূল্যে কেনার অধিকার।
সারা দেশে ‘স্বপ্ন’ নেমে গেছে কৃষক ও ভোক্তাদের ছোট ছোট স্বপ্ন পূরণের লক্ষ্যে। স্বপ্নের এই প্রয়াসকে ক্রেতাদের সামনে তুলে ধরার জন্য আজ বৃহস্পতিবার আয়োজন করা হয় ‘উৎসের সন্ধানে’ অনুষ্ঠানের। এ সময় সরাসরি প্রান্তিক কৃষকদের মধ্যে মৌসুমি বীজ বিতরণ করেন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম এবং ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী।
অনুষ্ঠানে এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, কৃষকদের সারা বছরই নিয়মিতভাবে বিষ ও ফরমালিনমুক্ত ফসল উৎপাদনে পরামর্শ ও কর্মশালার আয়োজন করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ‘কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার’- স্লোগান নিয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ৫৫টি নিজস্ব সুসজ্জিত বৃহৎ আউটলেট এবং ১৩টি ফ্র্যানচাইজির মাধ্যমে ‘স্বপ্ন’ নিত্যনতুন অফার ও বাজার দর থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করে গ্রাহকদের সেবা দিচ্ছে।
‘স্বপ্ন’ বর্তমানে নিজস্ব তত্ত্বাবধানে মানিকগঞ্জ, নরসিংদী, অটিবাজার, বগুড়া, পাবনা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, রাজশাহী, ভৈরব, মধুপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাকসবজি, মাছ ও ফল সংগ্রহ করছে। এ ছাড়া স্বপ্নের প্রায় সব আউটলেটেই এখন পাওয়া যাচ্ছে নদীর সুস্বাদু দুর্লভ বড় মাছ।
প্রতিটি পণ্যই কৃষকদের কাছ থেকে গ্রহণের আগে ও পরে গুণগত মান, স্বাস্থের জন্য ক্ষতিকারক রাসায়নিক উপাদান যেমন- ফরমালিন, কার্বাইড, ইথোফেন ব্যবহার করা হয়েছে কি না, তা পরীক্ষা করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।