আইএফআইসি ব্যাংক কেরাণীগঞ্জ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/08/10/ific.jpg)
আইএফআইসি ব্যাংক কেরাণীগঞ্জ শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি : এনটিভি
আইএফআইসি ব্যাংক কেরাণীগঞ্জ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আওতায় রোপণ করা হয় গাছের চারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট জাকির আহম্মেদ। এতে বিশেষ অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংক কেরাণীগঞ্জ শাখার ব্যবস্থাপক জাহিদুল কবির মজুমদার।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও ছিলেন ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার মো. রাফসান জানি, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাংবাদিক শহিদুল ইসলাম বিপ্লব প্রমুখ।