প্রাইম ব্যাংকের ডিএমডি হলেন জিয়াউর রহমান

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান। ছবি : প্রাইম ব্যাংক
জিয়াউর রহমান সম্প্রতি প্রাইম ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এই নতুন দায়িত্বের পূর্বে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব হিউম্যান রিসোর্সেস হিসেবে দায়িত্ব পালন করেন।
জিয়াউর রহমানের সুদীর্ঘ ৩১ বছরের ক্যারিয়ারে ইতিপূর্বে বাংলাদেশ সিভিল সার্ভিস, ইউনিসেফ বাংলাদেশ, এবি ব্যাংক, সিটি ব্যাংক এনএ, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এবং বিকাশসহ শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল ও লোকাল প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। এ ছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসএস এবং বিএসএস সম্পন্ন করেন। তিনি তাঁর কর্মময় জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন।