বিএফআইইউর প্রধান হলেন এ এফ এম শাহিনুল ইসলাম
বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম শাহিনুল ইসলামকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে এ নিয়োগ দিয়েছে সরকার।
গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, ডেপুটি গভর্নরের পদমর্যাদায় এ এফ এম শাহিনুল ইসলামকে চুক্তিভিত্তিক বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ‘প্রধান কর্মকর্তা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য কোনো প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে তার কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।