প্রবাসী আয়ের ৭২ শতাংশ এসেছে দশ ব্যাংকের মাধ্যমে, শীর্ষে ইসলামী ব্যাংক

চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের সরকারি-বেসরকারির ১০টি ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৮০ কোটি ৮৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা মোট প্রবাসী আয়ের ৭১ দশমিক ৫৪ শতাংশ। অপরদিক প্রতিবারের মতো এবারও ফেব্রুয়ারিতে প্রবাসীদের পছন্দের শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। সবচেয়ে বেশি প্রবাসী আয় এই ব্যাংকটির মাধ্যমে এসেছে। মোট প্রবাসী আয়ের ১৪ দশমিক ১৮ শতাংশ এসেছে এই ব্যাংকের মাধ্যমে।
গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফেব্রুয়ারির হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, দেশে কার্যত মোট ৬০টি ব্যাংকের (সরকারি, বেসরকারি, বিশেষ ও বিদেশি) মাধ্যমে গত ফেব্রুয়ারিতে প্রবাসী আয় এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ৭১ দশমিক ৫৪ শতাংশ প্রবাসী আয় ১০টি ব্যাংকের মাধ্যমে এসেছে। এছাড়া আটটি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো প্রবাসী আয় আসেনি।
ফেব্রুয়ারিতে প্রবাসী আয়ের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো হলো— ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং পূবালী ব্যাংক।
এর মধ্যে ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার, যা মোট প্রবাসী আয়ের ১৪ দশমিক ১৮ শতাংশ। অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ২৯ কোটি ৭৪ লাখ ২০ হাজার ডলার, যা মোট আয়ের ১১ দশমিক ৭৭ শতাংশ। জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪ কোটি ১৪ লাখ ১০ হাজার ডলার, যা মোট আয়ের ৯ দশমিক ৫৫ শতাংশ। সোনালী ব্যাংকের মাধ্যমে এসেছে ২১ কোটি ২৮ লাখ ৪০ হাজার ডলার, যা মোট আয়ের আট দশমিক ৪২ শতাংশ।
বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২০ কোটি ২১ লাখ ৫০ ডলার, যা মোট আয়ের আট শতাংশ। রূপালী ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৪০ লাখ ডলার, যা মোট আয়ের পাঁচ দশমিক ৭০ শতাংশ। ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার, যা মোট আয়ের পাঁচ দশমিক ৪৩ শতাংশ। প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে এসেছে আট কোটি ২৯ লাখ ৯০ হাজার ডলার, যা মোট আয়ের তিন দশমিক ২৮ শতাংশ। ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে এসেছে সাত কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার, যা মোট আয়ের দুই দশমিক ৮৯ শতাংশ। পূবালী ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ডলার, যা মোট আয়ের দুই দশমিক ৩৩ শতাংশ।
যে আট ব্যাংকের মাধ্যমে দেশে কোনো প্রবাসী আয় আসেনি সেগুলো হলো— বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।