মেঘনা ব্যাংকের নতুন পর্ষদ গঠন

মেঘনা ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে সাত সদস্যের নতুন পর্ষদ গঠন করা হয়েছে। এর মধ্যে দুই পরিচালক ও পাঁচ স্বতন্ত্র পরিচালক দিয়ে নতুন এ পর্ষদ গঠন করা হয়।
গতকাল বুধবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে চিঠি পাঠানো হয়েছে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে। চিঠিতে পর্ষদ বাতিল এবং নতুন পরিচালক নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে ব্যাংকের পরিচালককে।
মেঘনা ব্যাংকের নতুন পরিচালক হয়েছেন উজমা চৌধুরী (উদ্যোক্তা শেয়ারহোল্ডার) ও ক্যাসিওপিয়া ফ্যাশনের প্রতিনিধি তানভীর আহমেদ। আর নতুন স্বতন্ত্র পরিচালকদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. মামুনুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক রজব আলী, যমুনা ব্যাংকের সাবেক এমডি মো. নজরুল ইসলাম, প্রাইম ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. আলি আকতার রিজভী।