‘স্যারি’র সঙ্গে একীভূত হয়ে বড় বিনিয়োগ পাচ্ছে ‘শপআপ’

সৌদি আরবভিত্তিক প্রযুক্তিনির্ভর সরবরাহকারী কোম্পানি ‘স্যারি’র সঙ্গে একীভূত হয়ে নতুন কোম্পানি গঠন করেছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী স্টার্টআপ কোম্পানি ‘শপআপ’। নতুন কোম্পানির নাম হলো ‘সিল্ক গ্রুপ’। নতুন গ্রুপ গঠনের পর ১১০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পায় প্রতিষ্ঠানটি। আজ বুধবার (৯ এপ্রিল) সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানান।
ব্লুমবার্গ জানায়, সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের ভেঞ্চার ক্যাপিটাল শাখা এবং পিটার থিয়েলের ভ্যালার ভেঞ্চারস যৌথভাবে নবগঠিত বাণিজ্য প্ল্যাটফর্ম সিল্ক গ্রুপে ১১০ মিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহের নেতৃত্ব দিচ্ছে।
এক বিবৃতিতে বলা হয়, ৯২৫ বিলিয়ন ডলারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা সানাবিল ইনভেস্টমেন্টস এবং ভ্যালার কাতার ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিনিয়োগকারীদের একটি গ্রুপে যোগ দিচ্ছে। বাংলাদেশের বৃহত্তম বিজনেস-টু-বিজনেস বাণিজ্য প্ল্যাটফর্ম ‘শপআপ’ এবং সৌদিভিত্তিক ‘স্যারি’র একীভূতকরণের মাধ্যমে সিল্ক গ্রুপ তৈরি করা হয়। এই সম্মিলিত সত্তা উপসাগরীয় অঞ্চল এবং এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর বাজারকে লক্ষ্য করে তাদের কার্যক্রম পরিচালনা করবে।
মূলত বাংলাদেশের ‘শপআপ’ ও সৌদি আরবের ‘স্যারি’ একে অপরের সঙ্গে একীভূত হলেও কোম্পানি দুটি নিজ নিজ ব্যবসাও ব্যবসা চালিয়ে যাবে। তবে এই দুই কোম্পানির মালিকানায় থাকবে নতুন কোম্পানি সিল্ক গ্রুপ।
কোম্পানির নির্বাহীদের মতে, ২০২৭ সালে প্রাথমিকভাবে স্টক এক্সচেঞ্জে যাওয়ার লক্ষ্য রয়েছে। সিল্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান বলেন, আমরা মনে করি আইপিওর ক্ষেত্রে উপসাগরীয় বাজার খুবই রোমাঞ্চকর বিশেষ করে সৌদি বাজার। এছাড়া স্যারি ও শপআপ একে অপরের সঙ্গে একীভূত হয়ে সিল্ক নামে যে কোম্পানি গঠন করেছে, সেটির কার্যক্রম সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান।
অন্যদিক আগামী ছয় মাস ধরে কোম্পানিটি গ্রুপ পর্যায়ে লক্ষ্য অর্জনের ওপর মনোযোগ দেবে বলে সিল্ক ফাইন্যান্সিয়ালের অর্থায়ন শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলদোসারী বলেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বিস্তৃত শুল্ক সিল্কের জন্য সুযোগ তৈরি করবে, কারণ রপ্তানিকারকরা নতুন বাজার খুঁজছেন।