পাওয়ারটেক এক্সপো ২০২৫-এ অংশ নিচ্ছে এডেক্স গ্রুপ

বিশ্বমানের প্রযুক্তি নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) গুলনকশা হল ০১-এ শুরু হচ্ছে ‘পাওয়ারটেক এক্সপো ২০২৫।’ বাংলাদেশের বিদ্যুৎ খাতে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করতে এবারের এক্সপোতে অংশ নিচ্ছে এডেক্স গ্রুপ। আগামী ২৪ থেকে ২৬ এপ্রিল অনুষ্ঠিতব্য এ এক্সপো চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
এবারের এক্সপোতে এডেক্স তাদের অত্যাধুনিক প্রযুক্তির কিছু নির্বাচিত পণ্য প্রদর্শন করবে, যার মধ্যে রয়েছে শিল্প ও বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য স্থিতিশীল ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এডেক্সের নতুন সংযোজন- ‘অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর’ (এভিআর)।
এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে এডেক্স গ্রুপ তাদের কাজের বিষয়ে আরও বৃহৎ পরিসরে সবাইকে জানার সুযোগ করে দিতে চায়। বিদ্যুৎ বিতরণ সেক্টরে উন্নতমানের প্রোডাক্ট লাইনের মাধ্যমে বাংলাদেশি ও আন্তর্জাতিক ক্রেতা, প্রকৌশলী, ডিস্ট্রিবিউটর ও অংশীদারদের সঙ্গে সংযোগ তৈরি করাই এক্সপোতে অংশগ্রহণের মূল উদ্দেশ্য।
এডেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজম বলেন, ‘পাওয়ার ডিস্ট্রিবিউশনে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনই এডেক্সের এই দীর্ঘ যাত্রার সফলতার মূলমন্ত্র। তাই এডেক্সের পণ্য আপনার প্রজেক্টের জন্য একটি নিশ্চিন্ত নিরাপদ বিনিয়োগ।