ঢাকার মোহাম্মদপুরে ইয়াডিয়ার নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

বৈদ্যুতিক টু-হুইলার ব্র্যান্ড ইয়াডিয়া (Yadea), ঢাকার মোহাম্মদপুরে তাদের নতুন ফ্ল্যাগশিপ শোরুমের জমকালো উদ্বোধন করেছে। অনুষ্ঠানে স্কুটারগুলোর আধুনিক প্রযুক্তি ও বৈশিষ্ট্য তুলে ধরতে নানা রকম প্রদর্শনী ও কার্যক্রমের আয়োজন করা হয়। আগত অতিথি ও আগ্রহী ক্রেতারা সরাসরি স্কুটার চালিয়ে দেখার (টেস্ট রাইড) সুযোগ পেয়ে বেশ আনন্দিত হয়েছেন।
ইভেন্টের বিশেষ আকর্ষণগুলোর মধ্যে ছিল জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, লাইভ প্রোডাক্ট ডেমো ও টেস্ট রাইড, এবং এক্সক্লুসিভ লঞ্চ অফার ও উপহার সামগ্রী। পরিবেশবান্ধব ও ব্যয়সাশ্রয়ী এই বৈদ্যুতিক স্কুটারগুলো দেশের বাজারে এনে রানার যে সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে, তা সকলের কাছে প্রশংসিত হয়েছে।
নতুন এই স্টোরটি বাংলাদেশি গ্রাহকদের জন্য স্টাইলিশ, টেকসই এবং কর্মক্ষমতা-ভিত্তিক অত্যাধুনিক বৈদ্যুতিক গতিশীলতা সমাধান প্রদানের প্রতি ইয়াডিয়ার প্রতিশ্রুতির প্রতীক।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজরুল মু ইস, চিফ বিজনেস অফিসার আবু হানিফ, ইয়াডিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার মি. ওয়েন এবং রানার অটোমোবাইলস পিএলসির অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।