চার বিলিয়ন ডলার ঋণ শোধ সরকারের

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে চার বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। এটি ইতিহাসের সর্বোচ্চ হিসেবে বিবেচ্য। গতকাল রোববার (২৭ জুলাই) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তথ্য মতে, গত অর্থছরে (২০২৪-২৫) বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের সুদ ও আসল পরিশোধ করেছে চার দশমিক শূন্য ৮৭ বিলিয়ন ডলার। এর মধ্যে গত অর্থবছরে বাংলাদেশ ঋণের আসল পরিশোধ করেছে দুই দশমিক ৫৯৫ বিলিয়ন ডলার এবং সুদ পরিশোধ করেছে এক দশমিক ৪৯ বিলিয়ন ডলার। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের পরিশোধ করেছিল তিন দশমিক ৩৭ বিলিয়ন ডলার।
ঋণ পরিশোধ বাড়লেও কমেছে বৈদেশিক ঋণ ছাড় এবং নতুন ঋণের প্রতিশ্রুতি। গত ২০২৪-২৫ অর্থবছরে বৈদেশিক ঋণ ছাড় এসেছে ৮৫৬ কোটি ৮৪ লাখ ডলার। আগের অর্থবছরের তুলনায় ১৬ দশমিক ৬৮ শতাংশ কম। আর নতুন ঋণ ও সহায়তার প্রতিশ্রুতি এসেছে ৮৩২ কোটি ৩৩ লাখ ডলার। যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ কম।