মার্কেন্টাইল ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বুধবার উত্তরায় প্রস্তাবিত মার্কেন্টাইল ব্যাংক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান। ছবি : মার্কেন্টাইল ব্যাংক
জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে মার্কেন্টাইল ব্যাংক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। আজ বুধবার (৬ আগস্ট) রাজধানীর উত্তরায় প্রস্তাবিত মার্কেন্টাইল ব্যাংক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ ও অসীম কুমার সাহা, ভিপি মো. সালাউদ্দিন খান, মো. শাহ জামাল, আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক ও মো. মুকিতুল কবিরসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।