সাত দিনে প্রবাসীরা পাঠালেন ৯৪০৬ কোটি টাকা

চলতি সেপ্টেম্বরের প্রথম সাতদিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৭৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ৯ হাজার ৪০৬ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
মুখপাত্র বলেন, গত বছরের সেপ্টেম্বরের প্রথম সাতদিনে প্রবাসী আয় এসেছিল ৫৮ কোটি ৫০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৩১ দশমিক ৯০ শতাংশ। অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৫৬৭ কোটি ১০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৪৭২ কোটি ২০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ১০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার। গত ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার, মে মাসে ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার, জুনে ২৮২ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার, জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার এবং আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার।