আড়াই লাখ টাকার কৃষি ঋণে সিআইবি চার্জ মওকুফ

এখন থেকে কৃষি ও পল্লী ঋণে দুই লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো ধরনের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) চার্জ নিতে পারবে না ব্যাংক। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এই সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়, ব্যাংকগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় (যেখানে এনজিও বা এমএফআই যুক্ত নয়) কৃষি ও পল্লী ঋণ দেওয়ার সময় গ্রাহকের কাছ থেকে সিআইবি রিপোর্টের ফি নেওয়া যাবে না। এর আগে ব্যাংকগুলোকে এই চার্জ মওকুফের সুযোগ দিলেও অনেক প্রতিষ্ঠান তা ঠিকমতো অনুসরণ করেনি। ফলে অনেক গ্রাহক এ সুবিধা থেকে বঞ্চিত হন।
আরও বলা হয়, কৃষি ও পল্লী ঋণে শুধুমাত্র নির্ধারিত সুদ ছাড়া আর কোনো ধরনের চার্জ, প্রসেসিং ফি বা মনিটরিং ফি নেওয়া যাবে না। কৃষকদের ঋণপ্রাপ্তি সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে।