দুর্নীতিমুক্ত চাকরির দাবিতে ছাত্র ফেডারেশনের কাউন্সিল বুধবার

১৩তম কেন্দ্রীয় কাউন্সিল করতে যাচ্ছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। আগামীকাল বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কাউন্সিলের উদ্বোধনী সমাবেশ শুরু হবে। গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা এবং প্রত্যেকের জন্য ঘুষ, তদবির ও দুর্নীতিমুক্ত চাকরির দাবি ও ফ্যাসিবাদের পতনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ছাত্র ফেডারেশন ১৩তম কাউন্সিল করতে যাচ্ছে।
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে কাউন্সিলের উদ্বোধন করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
উদ্বোধনী সমাবেশে আরও বক্তব্য দেবেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, কারা নির্যাতিত পাটকল শ্রমিকনেতা অলিয়ার রহমান, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক অলিক মৃ ও ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান রিচার্ড।