ভিকারুননিসা নূন কলেজে পাসের হার ৯৯.৮৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৮৫.৭০ শতাংশ
রাজধানীর ২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় দেশের বৃহত্তম বালিকা বিদ্যালয় ও কলেজ ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের ৯৯.৮৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ ফাইভ পেয়েছেন কলেজটির ৮৫.৭০ শতাংশ শিক্ষার্থী।
আজ বুধবার দুপুরে ফলাফল ঘোষণার পর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অধ্যক্ষ কামরুন নাহার উপস্থিত সংবাদ মাধ্যমগুলোর কাছে এ তথ্য প্রকাশ করেন।
প্রকাশিত ফল অনুযায়ী কলেজের দুই হাজার ৩৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জিপিএ ফাইভ পেয়েছে দুই হাজার ১ জন শিক্ষার্থী। কলেজটির দুই হাজার ৩৩৯ জন শিক্ষার্থী ২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।