ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে খুলনায় শিক্ষার্থীদের মানববন্ধন

ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৪টার দিকে নগরীর শিববাড়ীর মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা শাখার সভাপতি আমিনুর রশিদ বক্তব্য দেন। খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন দাবির কথা লেখা প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়।