৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পাঁচ হাজার ৯৯০ জন। আজ সোমবার ওই ফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছারউদ্দিন এনটিভি অনলাইনকে জানিয়েছেন, উত্তীর্ণদের এবার মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১২ মার্চ থেকে।
টেলিটক মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফল পাওয়া যাবে। এ ক্ষেত্রে PSC লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
লিখিত পরীক্ষায় অংশ নেন ১৩ হাজার ৮৩০ জন।
২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় দুই লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১৩ হাজার ৮৩০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন।