পুরস্কার পেলেন সাইফুর’স-এনটিভি অনলাইন কুইজের সব বিজয়ী

সাইফুর’স-এনটিভি অনলাইনের কুইজে বিজয়ী সবাইকে পুরস্কার প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজারে এনটিভি অনলাইনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যমে প্রতিদিনের কুইজ বিজয়ী ও গ্র্যান্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিদিনের কুইজে বিজয়ীরা পেয়েছেন পেনড্রাইভ, হেডফোন ও মোবাইল ব্যালেন্সসহ বিভিন্ন পুরস্কার। তিন গ্র্যান্ড বিজয়ী প্রত্যেকে পেয়েছেন সাইফুর’সে যেকোনো কোর্স বিনামূল্যে করার সুযোগ। আর প্রথম ও দ্বিতীয় গ্র্যান্ড বিজয়ী পেয়েছেন সিম্ফনির স্মার্টফোন।
২২ মে থেকে ২০ জুন পর্যন্ত এক মাসব্যাপী অনুষ্ঠিত হয় সাইফুর’স-এনটিভি অনলাইন প্রতিদিনের কুইজ প্রতিযোগিতা। তিনধাপে প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়। গত ১ জুন এনটিভি অনলাইন কার্যালয়ে ২২ থেকে ৩১ মে পর্যন্ত বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়া হয়। পরে ১ থেকে ১০ জুন পর্যন্ত বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় ১২ জুন। আর শেষ ধাপে ১১ থেকে ২০ জুন পর্যন্ত বিজয়ীরা পুরস্কার পেল আজ। মাসব্যপী প্রতিযোগিতার সব বিজয়ীকেই পুরস্কার দেওয়া সম্পন্ন হয়েছে।
আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাইফুর’সের প্রধান নির্বাহী কর্মকর্তা আনজাম আনসার বাজু, এজিএম আহমেদ শাকিল, হেড অব এনটিভি অনলাইন খন্দকার ফকরউদ্দীন আহমেদ, এনটিভি অনলাইনের চিফ অব বিজনেস কবির আহমদ, মার্কেটিং ম্যানেজার তানভীর আহমেদ, সহকারী মার্কেটিং ম্যানেজার রুহুল আমিন রনি, মার্কেটিং বিভাগে জ্যেষ্ঠ নির্বাহী মো. আবু নাসিম, এনটিভি ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ নিউজরুম এডিটর হোমায়রা ফাতেমা নিজাম, বাংলা বিভাগের জ্যেষ্ঠ নিউজরুম এডিটর জাহিদ আব্দুল্লাহ।
সাইফুর’সের প্রধান নির্বাহী কর্মকর্তা আনজাম আনসার বলেন, সাইফু’রস এমন একটি প্রতিষ্ঠান যা শিক্ষা সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে। আমাদের মূলত কাজ করতে হয় তরুণদের নিয়ে তাই তরুণদের সংশ্লিষ্ট যেকোনো বিষয়েই যেমন প্রতিযোগিতাই হোক বা অন্য কোনো ইভেন্টই হোক আমরা সম্পৃক্ত হতে চাই। শিক্ষা সংশ্লিষ্ট কুইজ হওয়ায় মানুষের জ্ঞান অর্জনে আগ্রহ তৈরি করে। তিনি আরো বলেন, এনটিভির প্রতিযোগিতায় যুক্ত হতে পেরে তাঁরা গর্বিত।
ভবিষ্যতেও এমন প্রতিযোগিতাগুলোর সঙ্গে যুক্ত থাকবেন বলে তিনি আশা করেন। আগামী মাসেও প্রতিযোগিতা চালু রাখার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
সাইফুর’সের এজিএম আহমেদ শাকিল বলেন, এমন কুইজ প্রতিযোগিতার সঙ্গে তরুণরা যুক্ত। সাইফুর’স তরুণদের নিয়েই কাজ করে। তাই এমন প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। তিনি আরো বলেন, এনটিভি অনলাইনের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে সবাইকে জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করতে পারছি।
এনটিভি অনলাইনে কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম গ্র্যান্ড প্রাইজ জিতেছেন চট্টগ্রামের সুমাইয়া মাহমুদ। আর ১৯ তারিখে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন সাইফুল ইসলাম। এই দুজনের পুরস্কার নিতে এসেছেন ঢাকার আসাদুন নূর।
তিনি নিজেও প্রতিযোগিতায় অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করে বলেন, তিনি প্রায়ই সাইফুল ইসলামকে কুইজে অংশ নিতে দেখেছেন। তবে পুরস্কার পান কি না এমন কথা চিন্তা করে তিনি অংশ নেননি। তবে দুই বন্ধুর পুরস্কার গ্রহণ করতে এসে তাঁর নিজেরও কুইজে অংশগ্রহণের আগ্রহ তৈরি হয়েছে।
রাজধানীর একটি ইঞ্জিনিয়ারিং ফার্মের কর্মকর্তা মো. আবদুল মবিন পুরস্কার জিতেছেন তিনটি। ১২ ও ২০ জুনের প্রথম পুরস্কারসহ তিনি পেয়েছেন তৃতীয় গ্র্যান্ড প্রাইজ। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ফেসবুক থেকে লিংক পেয়ে তিনি প্রতিযোগিতার কথা জানতে পারেন। তিনি টানা ২০ দিন নিয়মিত কুইজে অংশ নিয়েছেন। পুরস্কার পেয়ে তিনি আনন্দিত এবং ভবিষ্যতেও এনটিভি অনলাইনের কুইজে নিয়মিত অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন।
শিক্ষার্থী ফয়সাল আহমেদ পেয়েছেন দ্বিতীয় গ্র্যান্ড প্রাইজ। পুরস্কার নেওয়ার পর এনটিভি অনলাইনকে তিনি বলেন, ফেসবুক থেকে লিংক পেয়ে তিনি কুইজ প্রতিযোগিতা সম্পর্কে জানতে পারেন। কয়েকদিন কুইজে অংশ নিয়েই পুরস্কার পেয়ে তিনি আনন্দিত। ভবিষ্যতেও তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানান।
অনলাইনে কনটেন্ট ডেভেলপার মো. আবদুল নুরি পেয়েছেন ১২ জুনের দ্বিতীয় পুরস্কার। এনটিভি অনলাইনকে তিনি বলেন, পেশাগত কাজেই অনলাইনে থাকতে হয়। এনটিভি অনলাইনে খবর পড়তে এসে কুইজের কথা জানতে পারেন। মাত্র কয়েকদিন অংশ নিয়েই তিনি পুরস্কার জিতেছেন। পুরস্কার পেয়ে তিনি আনন্দিত। আর ভবিষ্যতেও এনটিভি অনলাইনের কুইজে অংশ নেবেন বলে তিনি জানান।
রাজধানীর কুইন্স স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান অর্নব পেয়েছে ১১ জুনের দ্বিতীয় পুরস্কার। পুরস্কার নিতে আসা তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, কুইজে বিজয়ী হয়ে ছেলে পুরস্কার জিতেছে এতে তিনি আনন্দিত এবং ভবিষ্যতে ছেলেকে বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়ায় তিনি উৎসাহ দেবেন।
১৬ জুনের প্রথম পুরস্কার বিজয়ী মোস্তফা কামালের পুরস্কার নিতে এসেছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী সামিউল আলম। তিনি নিজেও এমন কুইজে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে বলেন, ‘ইন্টারনেট ব্যবহার করি। এমন প্রতিযোগিতায় ভবিষ্যতে আমিও অংশ নেব।’
১৮ তারিখের দ্বিতীয় পুরস্কার বিজয়ী আনম রাশেদ বলেন, অনলাইনে নিউজ পড়ায় তিনি এনটিভি অনলাইন ব্যবহার করেন। খবর পড়তে এসে তিনি কুইজ প্রতিযোগিতার কথা জানতে পারেন। সাত-আট দিন তিনি প্রতিযোগিতায় অংশ নেন।
বর্তমানে এনটিভি অনলাইনে চলছে আড়ং ডেইরি-এনটিভি অনলাইন ক্রিকেট কুইজ। ১৮ জুন থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩ জুলাই পর্যন্ত। অর্ধমাসব্যাপী এই কুইজ প্রতিযোগিতায় প্রতিদিনের পাঁচজন বিজয়ীর প্রত্যেকে ৩০০ টাকার করে মোবাইল ব্যালান্স পাচ্ছেন। আর প্রতিযোগিতার শেষে তিন গ্র্যান্ড বিজয়ী পাবেন স্যামসাং গ্যালাক্সি ট্যাব ফোর, গ্যালাক্সি ট্যাব থ্রিভি ও স্যামসাং গ্যালাক্সি কোর প্রাইম স্মার্টফোন।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে ভিজিট করুন— http://www.ntvbd.com/contest/brac-cricket-quiz। পেজের নিচের অংশে প্রতিযোগিতায় অংশগ্রহণের নীতিমালা দেওয়া আছে।