‘ভাবি, আমার ছেলে জিপিএ ফাইভ পেয়েছে’

‘ভাবি, আপনাদের দোয়ায় আমার ছেলে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে।’
ইন্টারনেটে ছেলের ফল জানার পর মুঠোফোনে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করছিলেন হোসনে আরা নামের এক অভিভাবক।
আজ বৃহস্পতিবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে হোসনে আরার মতো অনেককে অভিভাবককে এমন অনুভূতি প্রকাশ করতে দেখা যায়। শত শত অভিভাবক আত্মীয়-পরিজনের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন।
ছেলের ফল নিয়ে কথা বলতে গেলে হোসনে আরা এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ আমার আনন্দের দিন। ১০ বছরের পরিশ্রম সার্থক।’
হোসনে আরা জানান, তাঁর তিন ছেলে। এবারে এসএসসি পরীক্ষায় যে জিপিএ ৫ পেয়েছে, সে সবার ছোট। তার নাম ফারহান।
ফারহান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসিতে অংশ নিয়েছিল। ফলের বিষয়ে মায়ের পাশাপাশি কথা হয় তার সঙ্গেও। সে জানায়, তার ভালো ফলের জন্য শিক্ষকদের চেয়ে তার মায়ের অবদান বেশি। তার ইচ্ছা সেনাবাহিনীর অফিসার পদে যোগ দেওয়া।
অন্যদিকে মায়ের ইচ্ছা ছেলেকে প্রকৌশলী বানানো। আর বাবার ইচ্ছা ছেলে হবে চিকিৎসক।
এ বিষয়ে মা হোসনে আরা বলেন, ‘আমাদের ইচ্ছা থাকলেও ছেলের ইচ্ছাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি।’
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় এক হাজার ৫১১ শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করে এক হাজার ৫১১ জন। তাদের মধ্যে জিপিএ ৫ বা এ+ পেয়েছে এক হাজার ৩৭১ জন। জিপিএ (এ) ১৩৯ ও জিপিএ (এ-) পেয়েছে একজন শিক্ষার্থী।