জাবি শিক্ষকের প্রতি অনাস্থা জানিয়ে অব্যাহতি দাবি শিক্ষার্থীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক নিগার সুলতানার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাঁকে বিভাগের সব শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।
ওই শিক্ষকের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে তাঁর প্রতি অনাস্থা জানিয়ে বিভাগীয় সভাপতি, সংশ্লিষ্ট অনুষদের ডিন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা। এ ছাড়া উপাচার্য ফারজানা ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের অভিযোগের কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।
মার্কেটিং বিভাগের একাধিক শিক্ষার্থী জানান, বিভাগের ৪০তম ব্যাচের (স্নাতকোত্তর) ৪৭ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ জন শিক্ষার্থী গতকাল মঙ্গলবার এ অভিযোগ করেন। বুধবার এ অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মো. আমির হোসেন।
শিক্ষার্থীদের অভিযোগ, নিগার সুলতানা শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে প্রায়ই একাডেমিক আলোচনার বাইরে গিয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনা করেন। এ ছাড়া পরীক্ষায় নম্বর প্রদানে পক্ষপাতিত্ব, অহেতুক শিক্ষার্থীদের গালিগালাজ ও ক্ষমতা ব্যবহারের হুমকি দেন তিনি। বিভিন্ন সময় তিনি এক বা একাধিক শিক্ষার্থীকে তাঁর কক্ষে বা বাসায় ডেকে নিয়ে গিয়ে অন্য শিক্ষার্থীদের ব্যক্তিগত বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী এনটিভি অনলাইনকে বলেন, ‘দীর্ঘ দিন ধরে আমরা এই ধরনের আচরণের মুখোমুখি হচ্ছি। কোনো উপায় না পেয়ে আমরা তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে বাধ্য হয়েছি।’
শিক্ষার্থীদের অভিযোগ সম্পর্কে শিক্ষক নিগার সুলতানা বলেন, ‘ওদের সঙ্গে আমার ক্লাস নেই। আমি জানি না কিসের ভিত্তিতে ওরা এসব অভিযোগ করল।’
এ ব্যাপারে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মো. আমির হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ দেখেছি। এটা আসলে আচরণগত সমস্যা নিয়ে। বিভাগীয় সভাপতিকে বিষয়টি দেখতে বলেছি।’