দ্বিতীয়বার ভর্তির সুযোগ নেই, হাইকোর্টের রায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই বহাল থাকল।
আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রুলের শুনানি শেষে এ রায় দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী এ এফ এম মেজবাহ উদ্দিন আহমেদ শুনানিতে অংশ নেন। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আদালত রিট খারিজ করে দিয়েছেন। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই বহাল থাকল।’ তিনি বলেন, ‘দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকার কারণে অনেক বিশ্ববিদ্যালয়ের আসন শূন্য হয়ে যায়। এর ফলে জাতির অনেক ক্ষতি হয়।’ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
গত ১৬ মার্চ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২৬ জন অভিভাবকের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বাতিল করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে ওই সিদ্ধান্ত বাতিল করে আগের মতো ভর্তির সুযোগ রেখে নতুন করে সিদ্ধান্ত কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষা কমিটির সম্পাদক, একাডেমিক শাখার সহকারী রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও শিক্ষাসচিবকে রুলের জবাব দিতে বলা হয়।
মামলার বিবরণে বলা হয়, এইচএসসি উত্তীর্ণরা এত দিন টানা দুবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেত। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সীমিত করে নতুন নিয়ম করে। এ নিয়ম অনুযায়ী এইচএসসি পাস করা শিক্ষার্থীরা একবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। ভর্তি পরীক্ষার জালিয়াতি ঠেকাতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয় হাজার ৫৮২ আসনের বিপরীতে মোট তিন লাখ এক হাজার ১৩৮ পরীক্ষার্থী অংশ নেন।