ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ১৬.৫৬ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘খ’ ইউনিটের ফল ঘোষণা করা হয়েছে। এতে পাস করেছে ১৬ দশমিক ৫৬ শতাংশ পরীক্ষার্থী।
আজ সোমবার দুপুরে ঢাবির সিনেট ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে ফল ঘোষণা করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
ওই সময় আরো উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলওয়ার হোসেন ও ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রহমান।
‘খ’ ইউটিটের ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে। এ ছাড়া মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমেও ফল পাওয়া যাবে। এর জন্য DU KHA-টাইপ করে ১৬৩২১ নম্বরে খুদেবার্তা পাঠাতে হবে।
গত ২২ সেপ্টেম্বর ঢাবি ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৭৩টি কেন্দ্রে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। দুই হাজার ৩৬৩টি আসনের জন্য মোট ৩১ হাজার ৩৩৬ জন পরীক্ষার্থী আবেদন করে। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ১৩ জন।