জাবির দুই ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার 'এ' ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ও 'আই' ইউনিটের (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদ) ফল প্রকাশ করা হয়েছে।
গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ দুটি ইউনিটের ফল প্রকাশ করা হয়।
এ ইউনিটে ছেলেদের ২৩৮টি আসনের বিপরীতে দুই হাজার ৩৯৫ জনের এবং মেয়েদের ১৯৭টি আসনের বিপরীতে এক হাজার ৯৭০ জনের ফল প্রকাশ করা হয়।
‘আই’ ইউনিটে ছেলেদের ১৫টি আসনের বিপরীতে ১৫০ ও মেয়েদের ১৫টি আসনের বিপরীতে ১৫০ জনের ফল প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট- ju-admission.org/apply/result ব্রাউজ করে ফল জানা ও ডাউনলোড করা যাবে।
গত রোববার 'এ' ইউনিটের এবং পরের দিন সোমবার 'আই' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।