ঢাবির ‘ক’ ও ‘চ’ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক' ও চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে ঢাবির সিনেট ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
দুই ইউনিটের ফলই admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এ ছাড়া মুঠোফোন থেকে 'ক' ইউনিটের জন্য DU KA <ROLL> এবং 'চ' ই উনিটের জন্য DU CHA <ROLL>টাইপ করে ১৬৩২১ নম্বরে খুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে ফল জানা যাবে।
ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. নেসার উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রহমান প্রমুখ।
গত শুক্রবার ( ১৩ অক্টোবর) ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৮৭টি কেন্দ্রে শিক্ষার্থীরা ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় এক হাজার ৭৫৬ আসনের বিপরীতে পরীক্ষা দেয় ৮২ হাজার ৪৫৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। পাসের হার ২৩ দশমিক ৩৭ শতাংশ।
এ ছাড়া ২৩ সেপ্টেম্বর চারুকলা অনুষদভুক্ত 'চ' ইউনিটের 'অঙ্কন' পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৩৫টি আসনের বিপরীতে মোট পরীক্ষা দেয় ১১ হাজার ৭২ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী। পাসের হার ২ দশমিক ৭৫ শতাংশ।