এইচএসসির ফল
কমেছে শিক্ষার্থী, পাসের হার, জিপিএ ৫
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/09/photo-1439110396.jpg)
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা কমেছে প্রায় ৭০ হাজার। আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের যে শিট দিয়েছেন, তাতে এ তথ্য পাওয়া গেছে।
ফলাফলের শিট থেকে জানা যায়, গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ২৯ হাজার ৯৭২ জন। এ বছর ছিল ১০ লাখ ৬১ হাজার ৬১৪ জন।
গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৩৩ শতাংশ, এবার ৬৯ দশমিক ৬০ শতাংশ।
গতবার জিপিএ ৫ পেয়েছিল ৭০ হাজার ৬০২ জন। এবার পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন।
গতবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল এক হাজার ১৪৭টি। এবার সে সংখ্যা কমে দাঁড়িয়েছে এক হাজার ১৩৩টি। অন্যদিকে কোনো শিক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। গত বছর ছিল ২৪টি, এবার ৩৫টি।
তুলনামূলক ফল খারাপের জন্য শিক্ষামন্ত্রী বিরোধী দলের আন্দোলনকে দায়ী করেছেন। তিনি বলেন, ভয়-ভীতির জন্য অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ছাড়া ঠিকঠাক লেখাপড়া করতে পারেনি বলে ফল খারাপ হয়েছে।