ঢাবিতে বিবিএ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের বিবিএ ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ সময় অভিভাবকরা বাইরে অপেক্ষা করেন। ছবি : ফোকাস বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের বিবিএ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ক্যাম্পাসের পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আইবিএ ভবনের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।
বিবিএতে প্রায় ১২০টি আসনের বিপরীতে প্রায় ছয় হাজার ৮৬০ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।