রাবির ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারিজ ও ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদভুক্ত মোট ২৬টি বিভাগ এই ‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত।
আজ শনিবার (৩ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ১০টায় ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা https://application.ru.ac.bd/ এই ওয়েবসাইটে লগইন করে তাদের নিজ নিজ ফলাফল দেখতে পারবেন।
গত ২৬ এপ্রিল দুই শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে মোট ৯৮ হাজার ৮২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, ‘সি’ ইউনিটে তিনটি গ্রুপের ফল প্রকাশ করা হয়েছে। গ্রুপ-১ (বিজ্ঞান) এর ৪৮ হাজার ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ হাজার ৭৬৩ জন পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে ১৭ হাজার ৫০১ জন উত্তীর্ণ হয়েছেন। এই গ্রুপের পাসের শতকরা হার ৪৪ দশমিক শূন্য ১ এবং সর্বোচ্চ নম্বর ৮৯।
গ্রুপ-২ (বিজ্ঞান) এর ৪৮ হাজার ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ হাজার ৮৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে ১৩ হাজার ৯৩ জন উত্তীর্ণ হয়েছেন, যেখানে পাসের হার ৩২ দশমিক ৬৬ এবং সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ৫০।
অন্যদিকে, গ্রুপ-৩ (অ-বিজ্ঞান) এর ২ হাজার ৬০২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১১৯ জন পরীক্ষায় অংশ নেন এবং ১ হাজার ৭৩৭ জন উত্তীর্ণ হন। এই গ্রুপের পাসের হার ৮১ দশমিক ৯৭ এবং সর্বোচ্চ নম্বর ৮০।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘সি’ ইউনিটে ৪০ বা তার বেশি নম্বর পেয়েও প্রায় পৌনে তিন হাজার শিক্ষার্থী শর্তের বেড়াজালে পড়ে অকৃতকার্য হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত শর্তাবলি পূরণ না করায় তাদের ফল উত্তীর্ণ হিসেবে গণ্য হয়নি।