বেরোবিতে প্রথম ‘বিজনেস কেস কম্পিটিশন’

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও ব্যবসায়িক দক্ষতা বিকাশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বিজনেস কেস কম্পিটিশন ২০২৫’। গতকাল সোমবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আয়োজনে মার্কেটিং বিভাগের গ্যালারি রুমে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ২৫টি দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী। এতে সভাপতিত্ব করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মো. ফেরদৌস রহমান। বিচারকের দায়িত্ব পালন করেন অনুষদের অভিজ্ঞ শিক্ষকরা।
প্রথম পর্বে অংশ নেওয়া ২৫টি দলের মধ্য থেকে বাছাই করে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় ৭টি দল। চূড়ান্ত পর্বে প্রতিযোগীরা নতুন ও বাস্তবভিত্তিক ব্যবসায়িক পরিকল্পনা এবং কেস স্টাডি উপস্থাপন করেন, যা বিচারকমণ্ডলীসহ উপস্থিত দর্শকদের বেশ মুগ্ধ করে।
প্রতিযোগিতার শেষ পর্যায়ে সালমান ফারসির নেতৃত্বাধীন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় আল শাহরিয়ার মারুফের নেতৃত্বাধীন দল। বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী বলেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব জীবনের সমস্যা সমাধানে সক্ষম করে তুলবে। তাদের ক্যারিয়ার গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষদের ডিন অধ্যাপক মো. ফেরদৌস রহমান বলেন, প্রথমবারের আয়োজন হলেও শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সাড়া ছিল অভাবনীয়। আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করছি।
চ্যাম্পিয়ন দলের লিডার সাকিব আল হাসান বলেন, চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা টিম হিসেবে পরিশ্রম করেছি, তারই স্বীকৃতি আজকের এই সাফল্য। রানার্সআপ দলের লিডার আল শাহরিয়ার মারুফ বলেন, এই আয়োজন আমাদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। ভবিষ্যতেও আমরা এমন প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী।