বরিশাল নার্সিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’

৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষক ও পোস্ট গ্রাজুয়েটদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ এনে বিচারের দাবিতে প্রতিবাদে ফুঁসে উঠেছে তারা।
বুধবার (৭ মে) সকাল ৯টা থেকে কলেজের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এর আগে, মঙ্গলবার (৬ মে) একই দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে শিক্ষক ও পোস্ট গ্রাজুয়েটদের বাধা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। এতে অন্তত ৪ জন শিক্ষার্থী আহত হন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষক ও পোস্ট গ্রাজুয়েটদের কর্তৃক মারধরের ঘটনায় বিচারের দাবিতে কর্মসূচি পালন করা হচ্ছে। তাদের যৌক্তিক দাবি পূরণ এবং হামলার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
তবে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন কলেজের শিক্ষকরা। এ ঘটনায় বরিশাল নার্সিং কলেজ এলাকায় এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।