জাবির ৩১তম ব্যাচের ক্লাব উদ্বোধন

বন্ধুত্বের একত্রে পথচলার নতুন অধ্যায়। সম্প্রতি ঢাকার মিরপুরস্থ ষাট ফিট মেইন রোড়ে এক অনাড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে ‘JU 31ST CLUB’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। মাইলস্টোন কলেজে সদ্য ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত ও ৩১তম ব্যাচের পরলোকগত বন্ধুদেরদের প্রতি শ্রদ্ধা ও দোয়া জানিয়ে অনুষ্ঠান শুরু হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩১তম ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে গঠিত এই ক্লাবের মূল উদ্দেশ্য হলো পারস্পরিক বন্ধন দৃঢ় করা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং একটি শক্তিশালী অ্যালামনাই প্ল্যাটফর্ম তৈরি করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী, যারা নিজেদের স্মৃতিচারণা, আবেগপূর্ণ বক্তব্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে ক্লাবের ভবিষ্যৎ লক্ষ্য, যেমন—সামাজিক সেবামূলক প্রকল্প, ক্যারিয়ার নেটওয়ার্কিং, এবং শিক্ষার্থীদের সহায়তা প্রদান। আপ্যায়ন ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
‘JU 31ST CLUB’ আত্মপ্রকাশের মধ্য দিয়ে ৩১তম ব্যাচের বন্ধুত্ব ও সংহতির এক নতুন অধ্যায় শুরু হলো বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। ৩১তম ব্যাচ সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা প্রত্যাশা করে।