বৃষ্টি উপেক্ষা করে ধীরগতিতে চলছে জাকসুর ভোটগ্রহণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ বৃষ্টি বাধায় ধীর গতিতে চলছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ২১টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।
তবে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা যাচ্ছে। বৃষ্টি শুরু হওয়ায় ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীরা পৌঁছাতে না পারায় ভোটার উপস্থিতি আরও কমে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ৫০ ব্যাচের শিক্ষার্থী আশরাফুল হাসান বলেন, শান্তিপূর্ণভাবেই জাকসু নির্বাচন চলছে। এখনও কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি। তবে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি অনেক কম মনে হচ্ছে।
উল্লেখ্য, জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ বিকাল ৫টা পর্যন্ত চলবে।