আমাদের দায়িত্ব কাজ করা, শিক্ষার্থীদের কাজ প্রশ্ন করা : সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, সকল শিক্ষার্থীরা যেকোনো বিষয়ে, যেকোনো সময়ে আমাদেরকে প্রশ্ন করতে পারবে। আমাদের দায়িত্ব কাজ করা। আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা।
সাদিক কায়েম বলেন, আমরা আশা করছি, আমাদের যে সময় আছে, সেই সময়ের মধ্যে শিক্ষার্থী যে আকঙ্ক্ষা, শহীদদের যে আকঙ্ক্ষা, জুলাইয়ের যে আকঙ্ক্ষা; সেই অনুযায়ী ক্যাম্পাসকে সাজাব। আমাদের লক্ষ্য স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করা।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিস্তারিত দেখুন ভিডিওতে...