ববিতে খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে এ ঘটনায় অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীরা প্রথমে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। প্রায় এক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
প্রায় দেড় ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান ফয়সাল মাহমুদ বলেন, ‘বিবাদমান দুই পক্ষকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল বৈঠকে বসেছেন।’ তিনি জানান, ক্যাম্পাসের পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত এবং এটি সামান্য ভুল বোঝাবুঝি থেকে ঘটেছে।