চাকসুতে শিবিরের প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের জন্য ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে এই প্যানেলে সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব ও সহসাধারণ (এজিএস) সাজ্জাদ হোসেন মুন্নার নাম ঘোষণা করা হয়।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের বিশ্ববিদ্যালয়ের জারুল তলায় প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মো. আলী।

এবারের চাকসু নির্বাচনে ২৬ পদের অপর ২৩ পদের প্রার্থী হলেন খেলাধূলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মোহাম্মদ শাওন, সহখেলাধূলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক শাহপরান মারুফ , সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম, সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহদপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান, গবেষণা ও উন্নয়ন সম্পাদক তানভির আঞ্জুম শোভন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্রী কল্যাণ সম্পাদক রাহিমা আক্তার দ্বীপা, সহছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা, স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরিফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূইয়া, সহযোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমান, আইন ও মানবাধিকার সম্পাদক তাওহিদ রাব্বি, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ।

সদস্য পদে আছেন জান্নাতুল ফেরদৌস সানজিদা, সালমান খারাবি, আকাশ দাশ, সোহানুর রহমান ও আদনান শরীফ।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই হবে আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।