কেন্দ্রে গিয়ে দেখেন আগেই ভোট হয়ে গেছে

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে ভোট দেওয়ার আগেই ভোট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভোটকেন্দ্রে ভোট দিতে না পেরে এমন অভিযোগ করেছেন নাজমুল হক নামের এক ভোটার।
আজ রোববার দুপুরে উপজেলার মাহমুদপুরের হরিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।
নাজমুল হকের ভোটার নম্বর ৬৯১। তিনি ওই এলাকার নুরুল হকের ছেলে।
নাজমুল হক অভিযোগ করে বলেন, ‘আমি ভোটকেন্দ্রে আসার পর শুনি যে আমার ভোট হয়ে গেছে। তারা বলছে আপনার ভোট হয়ে গেছে। আমি বললাল কে দিল আমার ভোট। কিন্তু তারা কেউ বলতে পারছে না কে দিল আমার ভোট।’
তবে হরিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার রাকিবুল আদিব দাবি করেন, ‘এখানে অন্যের ভোট কেউ দিচ্ছে না বা এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।’
নবাবগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। চেয়ারম্যান পদে ৪১ জন, সদস্য পদে ৩৩১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।